ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হল তৃনমুল পর্যায়ে সাধারন মানুসের দোড়গোড়ায় তথ্য ও সকল সেবা অবাদে পৌছে দেয়া। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ২০১০ সালের ১১ ডিসেম্বর সারা দেশে সকল ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র খোলা হলে সকল ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র খোলা হয়। বর্তমানে এটি ইউনিয়নের মানুষের সকল প্রকার সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে কাজ করে চলছে। এখান থেকে মানুষের চাহিদা মোতাবেক সকল প্রকার সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। এখানে জনগনকে সকল প্রকার সেবা প্রদানের জন্য রয়েছে কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রিন্টার, লেমিনেটিং মেশিনসহ প্রায় সব ধরনের যন্ত্রপাতি। এখানে শিক্ষিত নম্র ও ভদ্র একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তাকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। এরা সার্বক্ষণিক জনগনের সেবায় নিয়োজিত। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখান কার জনগন তথ্য ও প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ নয় বিধায় এখান থেকে তাদের প্রযুক্তিগত ভাবে শিক্ষা প্রদানের জন্য কম্পিউটার ট্রের্নিং সেন্টার চালু করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান মহোদয় এই তথ্য ও সেবা কেন্দ্রের উন্নয়নের জন্য সর্বাত্বক চেস্টা অব্যাহত রেখেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS